নিজস্ব প্রতিবেদকঃ
নগর গোয়েন্দা পুলিশের টিম-০৪ এর এসআই (নিরস্ত্র) সুমন দে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুন ডবলমুরিং দেওয়ান হাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে আসামি আতিকুর রহমান @ নাবিদ (১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর কে আটক করেন
ধৃত আসামী নাবিদের হেফাজত হতে ক) Toyota ব্র্যান্ডের ০১(এক)টি চোরাই প্রাইভেট কার, খ) ০১ (এক) টি নকল ট্যাক্স টোকেন, গ) ০১ (এক) টি নকল ফিটনেস সনদপত্র, ঘ) ০১ টি নকল REGISTRATION ACKNOWLEDGEMENT SLIP উদ্ধারপূর্বক জব্দ করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানার মামলা নং- ১৬ তাং-২৫/০৬/২০২৫ ইং, ধারা: ৪১১/ ৪২০/ ৪৬৭/ ৪৭১/ ৩৪;পেনালকোড-দায়ের করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ডবল মুরিং থানা সূত্রে জানিয়েছেন।