শিক্ষা বার্তা:৬জুলাই(চট্টগ্রাম)
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিশেন বাঁশখালী উপজেলার দ্বি-বার্ষিক নির্বাচনে ৫৭টি স্কুলের প্রধান শিক্ষকের ভোটে ৫ম বারেরমত সভাপতি নির্বাচিত হন বাঁশখালী রহিমা একাডেমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের ও ১ম বারেরমত সাধারণ সম্পাদক নির্বাচিত হন গুনাগরী প্যারেন্টস ড্রীম একাডেমীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুল হক।
দ্বি-বার্ষিক সম্মেলনে ১১ জন নির্বাচিত নির্বাহী সদস্য নির্বাচিত হচ্ছেন -১. রমিজ উদ্দীন-প্রধান শিক্ষক, বাঁশখালী সেন্ট্রাল পাবলিক স্কুল নাপোড়া,
২. মুহাম্মদ নুরুন্নবী-প্রধান শিক্ষক, বাঁশখালী আইডিয়াল প্রি-ক্যাডেট ইনষ্টিটিউট, বাহারচরা
৩. মুহাম্মদ হোছাইন-প্রধান শিক্ষক, সান রাইস আইডিয়াল স্কুল, মিনজিরীতলা
৪. কামরুল হাসান-প্রধান শিক্ষক, বাঁশখালী মডেল স্কুল, চাম্বল।৫. তৌহিদুল ইসলাম -প্রধান শিক্ষক, পুইছড়ি আইডিয়াল স্কুল, মিয়া মার্কেট
৬. জাকের হোছাইন-অধ্যক্ষ, বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল, মনছুরিয়া বাজার,৭. আব্দুল করিম-পরিচালক, গুনাগরী আদর্শ বিদ্যাপীঠ।৮. হুমাইয়ুন কবির-অধ্যক্ষ, আল-কুরআন মডেল একাডেমি, গন্ডামারা
৯. অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ
সভাপতি, বাঁশখালী ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল, পৌরসভা।১০. মুহাম্মদ মহিউদ্দীন-অধ্যক্ষ, কিড্স কেয়ার গ্রামার স্কুল, পুকুরিয়া এবং ১১. মুহাম্মদ ইকবাল হোছাইন
অধ্যক্ষ, বাঁশখালী মডেল গ্রামার স্কুলের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।