হোসেন বাবলা ঃ চট্টগ্রাম জেলা প্রতিনিধি
১১ জুলাই, শুক্রবার বিকেলে সিডিএ বালুর ২নং মাঠ প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি (অ-১৬) দল ১-০গোলে সিডিডিএল স্কুল ফুটবল দল (অ-১৬) কে হারিয়েছে।
জয়ী দলের বদলী খেলোয়াড় ইশরাত খেলার দ্বিতীয়ার্ধে জয় সূচক গোলটি করেন।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্কুল দলের গোল কিপার নেছারুল ইসলাম।
আজকের খেলাটি পরিচালনা করেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী ছিলেন মোঃ রাকিব ও আশরাফুল ইসলাম।
খেলা শুরু হবার পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, সিনিয়র সদস্য মোঃ আকরাম হোসেন,সদস্য মোঃ আইয়ুব, রাকিব হোসেন,রিয়াজ, মারুফ ও সাজিদ হাসান, মোঃ রানা প্রমুখ।
কাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় একই মাঠে একাডেমির (অ-১৪)দল ও অ-১৫ দলের মধ্যে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।