হোসেন বাবলা ঃ চট্টগ্রাম জেলা প্রতিনিধি
নগরীর বন্দর -ইপিজেড পতেঙ্গা হালিশহর এলাকার ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির
অফিস উদ্বোধন ও বিঞ্জান সেমিনার বন্দরটিলাস্থ নিজস্ব মিলনায়তনে ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ডাঃ শফিউল বাসারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায়
সেমিনারে প্রশিক্ষণ প্রদান করে চমেকের ট্যাকনোলজি ও ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম , কেন্দ্রীয় ডিএইচএমএস হোমিওপ্যাথি চিকিৎসক সংগঠনের প্রভাষক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন।
সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা, মোঃ শামীম সিকদার, প্রধান উপদেষ্টা ডা, মোঃ কাশেম, উপদেষ্টা এ কে এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক চৌধুরী, ডাঃ নিহর রঞ্জন শর্মা,সহ সভাপতি ডাঃ মোঃ আমীর হোসেন, ডাঃ রিপন কান্তি দেবনাথ, ডাঃ সানু দাশ,অর্থ সম্পাদক ডাঃ আব্দুর রহিম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম, দপ্তর সম্পাদক ডাঃ ফারজানা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ মনি দেবী, সিনিয়র সদস্য ডাঃ মোঃ নাছির, ডাঃ আব্দুল মালেক সহ তিন থানা এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কার্যালয় উদ্বোধনে সংগঠনের উদ্যোগে মাসে দুটি সেমিনার, সাংগঠনিক কাঠামো এবং হোমিও চিকিৎসা সেবা কে অত্র অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দিতে নিরালস এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
পরিশেষে এক ভোজন সভার মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়েছে।