1. news@amarswadesh.com : দৈনিক আমার স্বদেশ : দৈনিক আমার স্বদেশ
  2. info@www.amarswadesh.com : দৈনিক আমার স্বদেশ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোসেনপুরে ইউএনওর সতর্কবার্তা: “বৃষ্টিতে ভরা পুকুর-বিলে শিশুদের ডুবে যাওয়ার আশঙ্কা, অভিভাবকদের হতে হবে সতর্ক” হোসেনপুরে পুকুরের ডুবে শিশুর মৃত্যু!! হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু!! জুলাই স্মৃতি ফুটবলের জন্য প্রাথমিক খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু … সিরাজগঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান, ১৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ইপিজেড -৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ছাত্র -জনতার বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত….. ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির অফিস উদ্বোধন ও বিঞ্জান সেমিনার অনুষ্ঠিত!! চট্টগ্রামের উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত আবদুল্লাহ আল নোমান :মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অনলাইনে প্রতারণা -সর্তকতা ও সাবধানতা অবলম্বনে সিএমপির বার্তা……..! চকরিয়ায় ডেমুশিয়া চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্য

সিরাজগঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান, ১৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃজুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ১৬২টি অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে কলেজ মোড় এলাকায় অবস্থিত ‘আইবুল মোটরস’ এর ভবনটি ভেঙে ফেলা হয়। একইসাথে বেশ কয়েকটি চায়ের দোকান ও স্থানীয়ভাবে পরিচিত ‘মনোহারী দোকান’সহ অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। এসময় পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, র‍্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ, বেলকুচি থানা পুলিশ এবং বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে সরকারী জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর কারণে নদী রক্ষা বাঁধ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এজন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

তবে উচ্ছেদকৃত দোকান মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ইমন ট্রেডার্সের মালিক অভিযোগ করে বলেন, “আমার দোকান মাত্র ১ ফুট সরকারি জমিতে ছিল, কিন্তু অর্ধেকেরও বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে।”

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত আরেক ব্যক্তি মনিরুল ইসলাম বলেন, “১৬২টি দোকান উচ্ছেদ হওয়ায় হাজারো পরিবার কর্মহীন হয়ে পড়বে। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো মানবিক নয়।” তিনি সরকারের কাছে দাবি জানান, “যাদের দোকান ভাঙা হয়েছে, তাদের নতুনভাবে জায়গা লিজ দিয়ে পুনঃস্থাপনের অনুমতি দেওয়া হোক, যাতে সরকার রাজস্ব পায় এবং ব্যবসায়ীরাও আবার জীবিকা নির্বাহ করতে পারে।”

স্থানীয়রা জানান, উচ্ছেদ অভিযানের ফলে কিছু অংশে সঠিকভাবে নোটিশ দেওয়া হলেও, অনেক দোকানদার সময় না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে মানবিক বিবেচনায় দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক আমার স্বদেশ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট