হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার খাল, বিল, পুকুর ও ডোবা পানিতে পূর্ণ হয়ে গেছে। এর ফলে শিশুদের জন্য পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা অনেক বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক সতর্কবার্তা প্রকাশ করেছেন।
সতর্কবার্তায় তিনি লিখেছেন—
“প্রচুর বৃষ্টিপাতের ফলে খাল, বিল, পুকুর সব জায়গা পানিতে পূর্ণ। বাচ্চারা যেন পানিতে ডুবে না যায়, সে ব্যাপারে অভিভাবকদের অধিক সতর্ক হওয়া প্রয়োজন।”
তিনি সকল অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, যেন শিশুদের একা জলাশয়ের কাছে যেতে না দেওয়া হয় এবং খোলা পুকুর বা ডোবার আশপাশে খেলার সময় অতিরিক্ত নজরদারি রাখা হয়। অভিভাবকদের প্রতি সর্তক বার্তায় শিশুর গতিবিধির উপর কড়া নজর রাখুন।
পানিতে ভরা খাল, পুকুর বা ডোবার চারপাশে অস্থায়ী বাঁধ বা বেড়া দিন। প্রতিবেশীদেরও সচেতন করুন যাতে সবাই মিলে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে। সাম্প্রতিক সময়ে হোসেনপুরসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই।
📌 সূত্র: হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা’র ভেরিফায়েড ফেসবুক পেজ।