হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে রাইয়ান মাহমুদ নামের এক শিশুর মারা গেছে। বুধবার (৬ আগষ্ট) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামের এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, শিশু রাইয়ান (৩) বাড়ির বাইরে খেলার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশে কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত: লোকজন পুকুরে পানিতে খুঁজেতে থাকে। অনেক খুজাঁখুজিঁর পর পুকুর থেকে থেকে তার নিথর দেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে শিশুটি বাড়ির পাশ্বে খেলার সময় সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। নিহত রইয়ান মাহমুদ (৩) সেনা সদস্য শামসুল আলমের ছেলে।