প্রতিনিধি, হোসেনপুর থেকে:
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৭০)। তিনি উপজেলার মাধখলা গ্রামের বড়বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনপুর-নান্দাইল আঞ্চলিক মহাসড়কের মাধখলা চৌরাস্তার সন্নিকটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিমন বোস বলেন, “নিহত ইসমাইল হোসেনের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”