জাহাঙ্গীর কাইয়ুম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম দঃ জেলার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন এর ৬ নং ওয়াডে আশা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর উদ্দেগে স্তানীয় মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আগামীতে যেন তারা নিজেদের উদ্দেগে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সে উপলক্ষে এ ধরনের আয়োজন করে আশা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, তারা আরও বলেন আমরা চাই কোন নারী যেন সমাজে বুঝা না হয় কারো কাছে, আমাদের উদ্দেশ্য একটাই যেন নারীরা পিছিয়ে না তাকে, যেন আগামীতে পুরুষ এর সাথে হাতে হাত মিলিয়ে একসাথে কাজের মাধ্যমে তারা এগিয়ে যায়, তখন প্রতিপাদ্য হবে আমরা নারীরা ও পারি,,এই ধরনের সামাজিক কাজে এগিয়ে যেতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এমরান হোসেন নামে এক যুবক এমরান হোসেন বলেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে আমার ভালো লাগে, আমি আগামীতে এধরণের কাজের মাধ্যমে সামাজিক উন্নয়ন গড়ে তুলতে চাই, এতে সমাজের বিওশালীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করে বলেন আপনারা সমাজ প্রতি ও টাকা ওয়ালা যারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে সমাজ এর আরও উন্নয়ন হবে ইনশাআল্লাহ।