মোঃ জুবায়ের হোসাইন , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় বগুড়া নগরবাড়ী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক ও পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ব্রাক চিলিং সেন্টারের ম্যানেজার মোঃ রোকন খান সহ মোট ২জন। শনিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সরকার ট্রাভেলসের যার নাম্বার ( ঢাকা মেট্রো- ব- ১৪-৮৩৬৬ ) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশার সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ থেকে ১০ জন। নিহত ব্যক্তি হলেন পোতাজিয়া মধ্যে পাড়া গ্রামের গনি শেখের ছেলে বাহাদুর শেখ (৪০) ও টাঙ্গাইল জোর গাঁজার মোঃ রোকন খান (৩৮)।