ডা: আবুল কেনান ড্যাবের সহ-সভাপতি হওয়ায় হোসেনপুরে আনন্দ মিছিল ও উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
প্রকাশিত:
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
৪
বার পড়া হয়েছে
তপন চন্দ্র সরকার
প্রতিনিধি, হোসেনপুর
ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হোসেনপুরের কৃতি সন্তান ডা: আবুল কেনান। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর পেয়ে হোসেনপুর উপজেলা ছাত্রদল আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার ১২ আগস্ট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম জমশেদের নেতৃত্বে মিছিলটি উপজেলায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য, ডাঃ আবুল কেনান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিগুদিয়া গ্রামের মরহুম হাবিবুলাহ মুন্সির ছোট ছেলে। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ড্যাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ডাঃ আবুল কেনানের বড় ভাইয়ের ছেলে এ.কে.এম.মোহাম্মদ আলী ও প্রেসক্লাবের সকল সদস্য অভিনন্দন জানিয়েছেন।