হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পবিত্র কোরআন তেলাওয়াত, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, বিআরডিবি কর্মকর্তা হামিম রানা, ওসি মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।
সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। যুব উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা আল আমীন ভূইয়া, জহিরুল ইসলাম জমসেদ ও সাদ্দাম হোসেনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তি জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তরুণরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে। যুবকদের মাদক, বেকারত্ব ও সন্ত্রাস থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে হলে পরিবার, সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।