সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর ইপিজেড থানা সংলগ্ন মসজিদ মার্কেটের কাঁচা বাজারের মুরগির দোকান থেকে কর্মচারী মোঃ জুলহাস মালিকের জমা কৃত ২লাখ ৬০ হাজার হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন মর্মে ইপিজেড থানার জিডি নং ৬৩৬৭/২৫ সূত্রে জানা গেছে।
দোকানের মালিক মোঃ লিটন আরো বলেন, দোকানের জমাকৃত প্রায় ২ লাখ,৬০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে গত ১৩ জুলাই '২৫ ইং দুপুরে দোকানের ক্যাশে রেখে বাসায় খেতে যাই,এই সুযোগে তার দোকানে কর্মচারী মোঃ জুলহাস সব টাকা নিয়ে লাপাত্তা হয়েছে আজ ১ মাসের অধিক সময় ধরে। এই বিষয়ে তার পরিবারের সদস্যরা দোকান মালিক কে জানিয়ে দেন যে, জুলহাস এর বিষয়ে তারা কেউ কিছুই জানে না।
কর্মচারী জুলহাসের গ্রামের বাড়ি সন্তোষপুর, থানা মেহেন্দীগঞ্জ, জেলা বরিশাল।সে এখানে ইপিজেড এলাকার নিউ মুরিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এই বিষয়ে তার স্ত্রী সোনিয়া বেগম বলেন, পূর্বে থেকে জুলহাস এই ধরনের অপরাধ জনিত সমস্যা রয়েছে বলে জানান, এছাড়াও দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে এধরনের অভিযোগ রয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
এদিকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তার জুলহাস নামের ঐ যুবককে আইনের আওতায় আনার দাবি জানান মুরগির দোকানের মালিক মোঃ লিটন।
নিকটস্থ থানায় জিডি দায়ের করার পর দায়িত্বশীল ডিউটি অফিসার বলেন, তাকে আইনের আওতায় আনার জন্য বিশেষ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান।