নূর মোহাম্মদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী টৈটং ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন শুক্রবার (১৫ আগস্ট) বিকেল তিনটায় টৈটং উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আনসার উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল আল ফারুক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের বিকল্প নেই। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদরা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোনো দুর্নীতির সাথে জড়াননি। তারা সততা ও নীতির এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইন হজে বেঁচে যাওয়া ৮ কোটি ৪০ লাখ টাকারও বেশি অর্থ হাজিদের ফেরত দিয়ে আলেম-ওলামাদের সততার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। এই ধরণের উদ্যোগ দেশের মানুষের মনে নতুন করে আশা জাগাচ্ছে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী আজগর, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. নুরুল কবির, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, বাইতুলমাল সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এবং উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলনের মূলনীতি, কর্মীদের দায়িত্ব ও সমাজ সংস্কারের উপায় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।