মোঃ জুবায়ের হোসাইন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে সাবেক প্রধান মন্ত্রী বে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রাশেদুল হাসান রঞ্জন ।
কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে শুক্রবার (১৫ আগস্ট) নিজ বাসার সামনে নেতাকর্মীদের নিয়ে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাশেদুল হাসান রঞ্জন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
নির্দেশ দেয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ও ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরে বলেন, তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দোয়া মাহফিলে তাঁর সুস্থতা ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রতিবছরই তারা নানা কর্মসূচি পালন করেন। এবারের আয়োজনও ছিলো ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।